১৫ নভেম্বর খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল লক্ষ্যে সিলেটে বিক্ষোভ
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৮:২৭ রাত
নিউজ ডেস্ক

আগামী ১৫ নভেম্বর শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাদ আসর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সিলেট জেলা ও মহানগর খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে পথসভায় মিলিত হয়।
 
পথসভায় সভাপতিত্ব করেন কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দীন এবং পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সৈয়দ সালিম ক্বাসিমী।
 
পথসভায় বক্তব্য রাখেন—মাওলানা আব্দুল মালিক চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মুজির উদ্দীন ক্বাসিমী, মাওলানা কাজি আমিন উদ্দীন, মাওলানা ইউসুফ বিন হাবীব, মাওলানা ইছমত উল্লাহ সিদ্দিকী, মুফতি নুর আলম জাবের, মাওলানা মু'তাছিমবিল্লাহ জালালী, মাওলানা ওলীউর রহমান, মাওলানা বিলাল আহমদ চৌধুরী (এলএলবি) ও মাওলানা হাসান বিন ফাহিম প্রমুখ।
 
বক্তারা বলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী ও রাসুল—এ বিশ্বাস কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। কাদিয়ানীরা এই আকিদা অস্বীকার করে, তাই তারা ইসলামের বাইরে। বক্তারা বাংলাদেশে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা ও তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
 
শেষে বক্তারা ১৫ নভেম্বরের আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি। 
 
এলএইস/