পরাজিত শক্তির অপতৎপরতা বন্ধ করতে হবে: মাওলানা ইউসূফী
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:১৬ দুপুর
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসূফী বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টরা ক্ষমতা থেকে পালিয়ে গেলেও দেশে অরাজকতা সৃষ্টিতে তৎপর রয়েছে। এমনকি তারা কোনো কোনো রাজনৈতিক দলের কাঁধে ভর করে পুনরায় ক্ষমতায় আসার ক্ষেত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিতে নানাবিধ ষড়যন্ত্র করছে।

বুধবার (১২ নভেম্বর) জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আরও বক্তব্য দেন জমিয়তের যুগ্ম মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, ইউরোপ জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা নূরে আলম হামিদী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী।

এলএইস/