ফরিদপুরে আ.লীগের মহাসড়ক অবরোধ, শিশুদের হাতেও দেওয়া হয়েছে অস্ত্র
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০২:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিতে ফরিদপুরে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক আটকিয়ে অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এসময় এমনকি শিশুদের হাতেও রামদা ও লাঠিসোঁটা দেখা গেছে। 

এদিকে অবরোধে অংশ নেওয়া নগরকান্দা উপজেলা আ. লীগের সহদপ্তর সম্পাদক ও চরযশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান ওরফে পথিক তালুকদারকে থানায় সোপর্দ করেছে ভাঙ্গা উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা এ অবরোধ চলে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ডে এলাকায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নের নেতৃত্বে এ অবরোধ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকাল সাড়ে ৮টার দিকে দেবাশীষ নয়নের ফেসবুক আইডি থেকে লাইভ করতে দেখা যায়। সেই লাইভ ভিডিওতে দেখা গেছে, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। শতাধিক স্থানীয় নেতাকর্মীর হাতে দেশীয় অস্ত্র রামদা ও ঢাল দেখা যায়। নারীদের পাশাপাশি অন্তত ১০ থেকে ১২ জন শিশুকেও হেলমেট মাথায় ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। এমনকি এক শিশুকে হাতে রামদা নিয়ে স্লোগান দিতেও দেখা গেছে।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে পাঁচ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করে। তারা অবরোধে অংশ নেওয়া সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আরিফুর রহমান ওরফে পথিক তালুকদারকে আটক করে ভাঙ্গা থানায় হস্তান্তর করে। আর এ দৃশ্যের ১৯ মিনিট ২৮ সেকেন্ডের একটি ফেসবুক লাইভও করেন তারা। সেখানে ওই আওয়ামী লীগ নেতাকে ধরা থেকে থানা পর্যন্ত হস্তান্তরের চিত্র দেখা যায় এতে।

ভাঙ্গা ছাত্রদলের সমর্থক মোহাম্মদ আশরাফ নামে ওই ব্যক্তির ফেসবুক আইডিতে লাইভটি সম্প্রচারিত হয়।

এসময় ওই আওয়ামী লীগ নেতা আরিফুর মানিব্যাগ থেকে তার জাতীয় পরিচয়পত্র বের করে দেখান তিনি ভাঙ্গা নয় নগরকান্দা উপজেলার বাসিন্দা। তখন ছাত্রদল নেতারা তাকে চড় থাপ্পর মেরে বলেন তাহলে তুই এখানে আসছিস কেন? পরে এর কোনও উত্তর দিতে পারেননি তিনি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। ছাত্রদলের নেতারা থাকে থানায় দিয়ে গেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা পরে বলতে পারবেন তিনি।

এলএইস/