তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, ২০ আরোহীর সবার মৃত্যু
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৭:৪১ বিকাল
নিউজ ডেস্ক

তুরস্কের বিমানবাহিনীর একটি সি–১৩০ সামরিক পরিবহন বিমান জর্জিয়ায় বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২০ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে আজারবাইজান–জর্জিয়া সীমান্তবর্তী এক পাহাড়ি এলাকায়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে থাকা ফ্লাইট ক্রুসহ ২০ জনের সবাই তুরস্কের নাগরিক। তবে বিমানটিতে এর বাইরে অন্য দেশের কোনো নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে স্থানীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা গেছে—বিমানটি ঘুরতে ঘুরতে নিচে পড়ছে এবং পড়ার সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণে আগুন ধরে যায়। ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান জানান, বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য জর্জিয়ার কর্মকর্তাদের সহযোগিতায় একটি অভিযান শুরু করা হয়েছে।

জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেলা গেলাডজে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন, উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত আছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, বিমানে থাকা সবাই তুরস্কের নাগরিক। তবে বিমানে অন্য কোনো দেশের কর্মকর্তা ছিলেন কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি।
রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে তৈরি সি–১৩০ বিমানটি মঙ্গলবার সকালে তুরস্কের ট্রাবজোন শহর থেকে উড়ে আজারবাইজানের গ্যানজা শহরে যায়। সেখান থেকে ফেরার পথে দুপুর ১টা ২০ মিনিটে রওনা হওয়ার পর মাত্র ২৭ মিনিট পর বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তুরস্ক ও জর্জিয়া যৌথভাবে ধ্বংসাবশেষ উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এলএইস/