স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আ. লীগ নেতাদের নির্বাচন করতে না দেওয়ার দাবি
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৪:২৮ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে না দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলটি জাতীয় পার্টি এবং ১৪ দলসহ যারা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরও নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার আহ্বান জানায়। 

বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। 

তিনি বলেন, আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনের সুযোগ পেলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। এছাড়াও জাতীয় পার্টি বা ১৪ দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকলে জনগণ আন্দোলন করবে বলেও তারা জানান। 

বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ইসি সংলাপ শুরু করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ মাসের মধ্যেই তাদের সংলাপ শেষ করার কথা রয়েছে।
ঘরবাড়ি, বাগান ও ফলের বাগান মাটির সঙ্গে মিশে গেছে। অনেক ধ্বংসপ্রাপ্ত ভবন যুদ্ধের আগে ক্ষতিগ্রস্ত ছিল না বলে মনে হচ্ছে—যেমন পূর্ব খান ইউনিসে, আবাসান আল-কাবিরা এলাকায়।

উপগ্রহ চিত্র থেকে শতভাগ নিশ্চিত হওয়া কঠিন, তবে দেখা যায়, এসব ভবনের গঠনগত কোনো দৃশ্যমান ক্ষতি ছিল না, আশেপাশে ধ্বংসস্তূপ বা অন্যান্য চিহ্নও ছিল না। অনেক ঘরেই ছিল ছোট বাগান, গাছপালা ও ফলের বাগান।

এলএইস/