ভোটের প্রচারে নেমে কৃষকের ধান কেটে আলোচনায় বক্তা আমীর হামজা
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমীর হামজা এবার নির্বাচনের প্রচারে নেমে কৃষকের ধান কেটে আলোচনার জন্ম দিয়েছেন। নিজের পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি কৃষকদের সঙ্গে ধান কাটায় শরিক হন। তার ধান কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মুফতি আমীর হামজাকে তাদের প্রার্থী করেছে। দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী নিজ নির্বাচনি এলাকা প্রচার শুরু করেছেন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার চালান মুফতি আমীর হামজা। এ সময় তিনি কৃষকদের কাছে গিয়ে তাদের সঙ্গে ধান কাটায় শরিক হন। তার ধান কাটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার পথে হঠাৎ এক জায়গায় তিনি থেমে যান। এ সময় কৃষকদের কাছে ভোট চাইতে গিয়ে তিনি ধান কাটা শুরু করেন। কিছু সময় ধান কাটার পর কৃষকদের বুকে জড়িয়ে ভোট চেয়ে তিনি বিদায় নেন।

দেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজার বাড়ি কুষ্টিয়ায়। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স-মাস্টার্স করেছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

এনএইচ/