
|
মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে মুফতি সালমান আহমাদের শোক
প্রকাশ:
১১ নভেম্বর, ২০২৫, ০৮:৪২ রাত
নিউজ ডেস্ক |
দেশের প্রখ্যাত আলেম, আল হাইয়্যাতুল উলয়ার নির্বাহী সদস্য এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমাদ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক শোক বার্তায় মুফতি সালমান আহমাদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মুফতি সালমান আহমাদ বলেন, মাওলানা নুরুল হুদা ফয়েজী ছিলেন একজন যুগ সচেতন আলেমে দীন। তিনি দীনের নানা অঙ্গনে বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন। ইসলামি রাজনীতির শীর্ষ ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও কুরআনে কারিমের খেদমতে তিনি অনেক বড় ভূমিকা পালন করেন। দোয়া করি আল্লাহ তায়ালা তাঁর এসব খেদমত কবুল করে তাঁকে জান্নাতের আলা মাকাম দান করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির রাজাপুরের গালুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর নামাজে জানাজা আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এলএইস/ |