চট্টগ্রামের শুলকবহর জামিয়ার মাহফিল ১৩ ও ১৪ নভেম্বর
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
নিউজ ডেস্ক

বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া শুলকবহরের বার্ষিক মাহফিল ১৩ ও ১৪ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হবে।

মাহফিলে দেশ-বিদেশের উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। বিশেষভাবে তাশরিফ আনবেন পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব, শায়খুল হাদিস হজরতুল আল্লাম মাওলানা হানিফ জালান্দরি ও পাকিস্তানের বিশিষ্ট আলেম সৈয়দ মুফতি ফয়সাল নদিম।

এছাড়াও তাশরিফ আনবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশি, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, মুনাজিরে আজম মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খুবাইব বিন তৈয়ব, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আজিজুল হক আল মাদনি, মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক প্রমুখ।

দুই দিনব্যাপী এই মাহফিলে আরও উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। জামিয়া কর্তৃপক্ষ মাহফিল সফলতায় সবার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন।

এলএইস/