বিএনপির আসল উদ্দেশ্য জনগণ বুঝে গেছে: পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
নিউজ ডেস্ক

দেশের জনগণ বিএনপির আসল উদ্দেশ্য বুঝে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে, তাদের পরিণতি ভয়াবহ হবে। ছাত্র-জনতা রাস্তায় নামলে তারা বঙ্গোপসাগর ছাড়া পালাবার জায়গা পাবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আয়োজিত আট দলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মুফতি রেজাউল করীম বলেন, ঐকমত্য কমিশনে সবাই গণভোটের পক্ষে মত দিলেও এখন কেউ কেউ গণভোট নিয়ে টালবাহানা করছে। জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালাবার জায়গা পাবে না।

পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণভোটের ব্যাপারে বলেছে, যেদিন নির্বাচন সেদিনই গণভোট। আলোচকরা তখন প্রশ্ন তুলেছেন, আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ। জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে, তখনই জাতীয় নির্বাচন বৈধতা পাবে। অন্যথায় এই নির্বাচন অবৈধ হবে।

রেজাউল করীম বলেন, আজ দেশে দুই শ্রেণির মানুষ—এক শ্রেণি দেশপ্রেমিক, আরেক শ্রেণি ক্ষমতালোভী। আওয়ামী লীগ দেশপ্রেমিক ছিল না, তারা ছিল কেবল ক্ষমতার প্রেমে মত্ত। এখন তারা বাংলাদেশের মাটি ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নিচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এখন নব্য ফ্যাসিস্ট হবার স্বপ্ন দেখছে, যারা গণভোটের আগে টালবাহানা করছে, তাদের পরিণতিও ভয়াবহ হবে। বাংলাদেশের মানুষ আজ স্পষ্টভাবে বলছে—জুলাই সনদের আইনি ভিত্তিই প্রথম, এরপর জাতীয় নির্বাচন।

এলএইস/