
|
আগামীর সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ইমাম-ওলামাদের ভূমিকা অপরিসীম: মাওলানা আব্দুল আউয়াল
প্রকাশ:
১১ নভেম্বর, ২০২৫, ০৩:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধিখালিশপুর থানার ইমামদের নিয়ে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল'র মতবিনিময় সভা সোমবার (১০ নভেম্বর) রাত ০৮ টায় নগরীর খালিশপুর মুজগুন্নীস্থ জামি'আ রশীদিয়া গোয়ালখালী মাদরাসার শায়েখ ফজলুল করীম রহ. অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমানের সভাপতিত্বে খালিশপুর থানার ইমাম, খতীব ও ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, আজকের এই মতবিনিময় সভা আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। ইসলাম ও দেশের কল্যাণে আলেম সমাজের ভূমিকা অপরিসীম এ সত্য অনস্বীকার্য। সমাজের প্রতিটি স্তরে, মসজিদ ও মাদরাসা থেকে শুরু করে জনজীবনের সব ক্ষেত্রে, নৈতিকতার আলো ছড়িয়ে দিতে হবে। দেশে স্থায়ী শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। ইসলামী মূল্যবোধকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে আনতে সমাজের ইমাম, খতিব ও ওলামা-মাশায়েখদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাদের ঐক্যবদ্ধ প্রয়াসই পারে দেশ ও জাতিকে প্রকৃত কল্যাণের পথে এগিয়ে নিতে ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা-০৩ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, আগামীর সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ইমাম-ওলামাদের ভূমিকা অপরিসীম। ইমাম ও আলেম ওলামারা সমাজের মূল দিকনির্দেশক শক্তি। আপনারাই জাতির আত্মিক নেতা, সমাজের নৈতিক ভিত্তি। রাজনীতি মানে ক্ষমতা নয়, জনগণের সেবা ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আমরা সেই দায়িত্ববোধ থেকে জনতার পাশে দাঁড়াতে চাই। ইসলামী মূল্যবোধে আদর্শ রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য। জনগণের আস্থা ও দোয়া নিয়েই আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আজ যে অশান্ত সমাজে আমরা বাস করছি, সেখানে ওলামা-মাশায়েখদের ঐক্য ও নেতৃত্বই পারে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে একটি সুশাসিত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উসওয়ায়ে হাসান মাদ্রাসার মুহতামিম মুফতি জিহাদুল ইসলাম, খালিশপুর থানা ইমাম পরিষদের সভাপতি মাওঃ আনোয়ারুল আযম, সহ-সভাপতি মুফতী মেছবাহ উদ্দীন, মুফতী ইবাদুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আঃ সাত্তার, মাওলানা আব্দুল মজিদ, হাফেজ আব্দুল লতিফ, মুফতী আবু সালেহ, মাওলানা ইব্রাহিম খলীল, মুফতী আব্দুল আজীজ, মাওলানা ওসমান গনী, মাও: মাজহারুল ইসলাম, মুফতী মুজাহিদুল ইসলাম, মাওঃ ওমর ফারুক, মুফতী হানজালা মাসরুর, মুফতি জামিল আহমেদ, মাওঃ আমজাদ হোসাইন, মাওঃ ইব্রাহিম হোসেন, মাওঃ জামিল আহমেদ, মাওলানা আবেদ আলী, মাওঃ নূরুল ইসলাম, মাওঃ মোশাররফ হুসাইন, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আরিফ বিল্লাহ, মুফতী নাজমুস সায়াদাত, মুফতি জাকির হুসাইন, মুফতি মিসবাহ উদ্দীন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনার কমিটির প্রধান নির্দেশক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করীম, সদস্য আলহাজ মুফতি আব্দুর রহিম, খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশনা সমন্বয়কারী মুফতি ইসহাক ফরিদী সদস্য আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। এলএইস/ |