
|
খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার
প্রকাশ:
১১ নভেম্বর, ২০২৫, ০৮:৩৫ সকাল
নিউজ ডেস্ক |
আগামী ১৫ নভেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সর্বাত্মক সফল করে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের দায়িত্বশীলগণ। সোমবার (১০ নভেম্বর) তানযীমের কেন্দ্রেীয় দফতর সম্পাদক মাওলানা আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ খতমে নবুওয়ত মহাসম্মেলনের আয়োজন করেছে। এই মহাসম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা অংশ নেবেন। এছাড়া সারাদেশ থেকে তৌহিদি জনতার ঢল নামবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে এই মহাসম্মেলন সফল করতে ব্যাপক তৎপরতা চলছে। এনএইচ/ |