সীমান্তে বিএসএফ ছররা গুলি, আহত তিন বাংলাদেশি
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৮:৩৮ রাত
নিউজ ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে তিন থেকে চারটি ছররা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার পর বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিএসএফ তাতে কোনো সাড়া দেয়নি।

স্থানীয়ভাবে জানা গেছে, বিএসএফের ছোড়া ছররায় তিন বাংলাদেশি আহত হয়েছেন। তারা গোপনে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে গত ৫ নভেম্বর একই ইউনিয়নের সীমান্তে বিএসএফ তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। পাঁচ দিনের মাথায় আবারও গুলির ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ থানার পকেটপাড়া গ্রাম। বাংলাদেশ–ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৪ নম্বরের উপপিলার ৩–এর শূন্যরেখায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দল এ গুলি ছোড়ে। গুলির শব্দে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে পড়েন। স্থানীয়ভাবে গরু পারাপারের সময় তিনজন আহত হয়েছেন বলে খবর উঠলেও বিজিবি বিষয়টি অস্বীকার করেছে। আহতদের অনেক সময় গোপনে চিকিৎসা নেওয়ার কারণে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

শ্রীরামপুর ইউনিয়নের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নামাজ শেষে ফেরার পথে দেখি, মোটরসাইকেলে করে গুলিবিদ্ধ কয়েকজনকে নিয়ে যাওয়া হচ্ছে।’

বিজিবি রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, ‘গুলি ছোড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি, তবে বিএসএফ এখনো বসেনি। সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।’

এলএইস/