বিশ্বখ্যাত কোরআন গবেষক ড. জাগলুল নাজ্জার আর নেই
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
নিউজ ডেস্ক

বিশ্ববিখ্যাত কোরআন গবেষক, ভূতত্ত্ববিদ ও ইসলামি পণ্ডিত মিসরের ড. জাগলুল নাজ্জার জর্ডানের রাজধানী আম্মানে ৯২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। গতকাল রোববার (৯ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. জাগলুল নাজ্জার ১৯৩৩ সালের ১৭ নভেম্বর মিসরে জন্মগ্রহণ করেন। ভূতত্ত্ববিদ হওয়া সত্ত্বেও কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং মহাজাগতিক আয়াতের তাফসিরের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তার রচিত ‘তফসিরুল আয়াত আল-কাওনিয়্যা’ গ্রন্থটি কোরআনের আয়াতসমূহের আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপনের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।

তিনি কায়রোর ইসলামিক বিষয়ক সুপ্রিম কাউন্সিলের ‘কমিটি অন সায়েন্টিফিক কনসেপ্টস ইন দ্য হোলি কোরআন’ এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। বৈজ্ঞানিক ব্যাখ্যার পাশাপাশি ইসলামি জ্ঞানের প্রসারে তিনি অসংখ্য সেমিনার, প্রবন্ধ ও আন্তর্জাতিক বক্তৃতার মাধ্যমে মুসলিম ও বিজ্ঞানপন্থী গবেষকদের অনুপ্রাণিত করেছেন।

ড. জাগলুল নাজ্জারের গবেষণা ও লেখনী মুসলিম বিশ্বে কোরআন ও বিজ্ঞানের সমন্বয়ের ক্ষেত্রে যুগান্তকারী প্রভাব রেখেছে। তার কাজ কোরআন-অনুসন্ধানী শিক্ষাবিদ ও বিজ্ঞানপন্থী মুসলিম গবেষকদের জন্য একটি অমর দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। তবে, তিনি ২০০৭ সালে এমন কিছু ছবি ব্যবহার করে দাবি করেছিলেন যে নাসা চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার প্রমাণ খুঁজে পেয়েছে। যদিও পরে তা ভুল প্রমাণিত হয়েছিল।

মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিত ও গবেষকরা তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তারা তার অবদানকে ইসলামি জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন।

বিশিষ্ট ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্টে বলেছেন, ‘আল্লাহ তাআলা তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করুন, জ্ঞানের জগতে ওনার সকল খেদমত কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।’

এলএইস/