‘যারা গণভোট চায় না, জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে’
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৬:৩০ বিকাল
নিউজ ডেস্ক

আজ সোমবার (১০ নভেম্বর) নগর আমেলার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে ক্রমেই দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হবে। কারো বিরোধিতায় সনদ বাস্তবায়নে গণভোট পেছানো জনগণ কোনোভাবে প্রত্যাশা করে না। তাই যারা জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট চায় না, জাতীয় নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়বদ্ধ। তারপরও কাদের প্ররোচনায় এই সরকার আইনি ভিত্তি দিতে গড়িমসি করছে তা আমাদের বোধগম্য নয়। সময়ের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারলে তাদেরকেও সেইফ এক্সিট নিতে হতে পারে; যা  অভ্যুত্থানকে অপমানের শামিল।

ইসলামী আন্দোলন নেতা বলেন, সংস্কার কমিশন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ছাড়াই তাদের মেয়াদ শেষ করে ; যা বর্তমানে জনগণ এবং রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল হওয়ার জন্য দায়ী। রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের যুগপৎ আন্দোলনের ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহ্বান জানান।

আগামীকাল ১১ নভেম্বরের ৮ দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পল্টন মোড়ের সমাবেশে অংশগ্রহণ করতে নেতা-কর্মী এবং নগরবাসীর প্রতি আহ্বান জানান।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন , অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রশিক্ষণ  সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, মাওলানা নিজামুদ্দিন প্রমুখ ।

এলএইস/