
|
মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সড়ক দুর্ঘটনায় আহত, দোয়া কামনা
প্রকাশ:
০৯ নভেম্বর, ২০২৫, ১০:৩৯ রাত
নিউজ ডেস্ক |
দেশের প্রখ্যাত ওয়ায়েজ, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তাকে আহত অবস্থায় বগুড়ার একটি ক্লিনিকে নেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এই তথ্য জানিয়েছেন বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাওলানা আইয়ুবী লিখেন- বন্ধুবর মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেব, রোড এক্সিডেন্ট করেছেন চান্দাইকোনা বাজার, এখন বগুড়া, হাসপাতাল নেওয়া হয়েছে সিটি হেলথ ক্লিনিক বগুড়া। মুহতারাম ভাইকে আল্লাহ তায়ালা দ্রুত শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। দেশবাসী সকলের কাছে বিশেষ দোয়ার আবেদন। এলএইস/ |