
|
সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা ইউসুফী
প্রকাশ:
০৯ নভেম্বর, ২০২৫, ০৪:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, জমিয়ত সভাপতি বলেছেন, ‘জোট হলেও আছি, নাহলেও আছি’। তাই জমিয়ত একক ভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমরা নির্বাচনি সমঝোতার জন্য যে তালিকা প্রস্তুত করেছি, লড়াই করে জিতে আসার জন্যই করেছি। যদি সেই কাঙ্ক্ষিত আসনগুলোতে কারো সাথে সমঝোতা না হয়, তাহলে এককভাবেই লড়ব ইনশাআল্লাহ। রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মাওলানা ইউসুফী বলেন, আমরা বর্তমানে কারো সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জোটে নেই। হ্যাঁ! দেশ-জাতির কল্যাণে প্রদত্ত আমাদের কোনো বক্তব্য কারো বক্তব্যের সাথে মিলে যেতে পারে ভিন্ন কথা। এ নিয়ে কোনো কোনো ভাইয়েরা এটাকেই নানাভাবে ট্রল করে, করুক। যার তার আমলের জবাবদিহিতা তাকেই করতে হবে। জমিয়তের এই প্রবীণ নেতা বলেন, রাজনীতিতে শেষ কথা নেই বলে একটা কথা শোনা যায়। এছাড়া রাজনীতিতে কেউ স্থায়ী শত্রুও নেই, স্থায়ী বন্ধুও নেই। তবে নীতি-আদর্শের ক্ষেত্রে কোনো আপস করা সম্ভব নয়। জমিয়ত সেই নীতিই লালন করে। তবে আমরা অন্তর থেকে চাই, দীনের ক্ষেত্রে বিশ্বস্ত বা ক্ষতির সম্ভাবনা নাই এবং দেশ-জাতির ক্ষেত্রে আস্থা রাখা যায় এমন শক্তি রাষ্টীয় ক্ষমতায় আসুক। এলএইস/ |