
|
জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য যোগ দিলেন ইসলামী আন্দোলনে
প্রকাশ:
০৯ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
জাতীয় পার্টির এক সময়ের প্রভাবশালী নেতা, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য শফিকুল ইসলাম সেন্টু অবশেষে যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে। তিনি ঢাকা সিটি করপোরেশনের ৩১নং ওয়ার্ডের (মোহাম্মদপুর) কয়েক বারের নির্বাচিত কাউন্সিলর। শনিবার (৮ নভেম্বর) শফিকুল ইসলাম সেন্টু সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাইয়ের হাতে হাত রেখে দলে যোগ দেন। এ সময় দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম সেন্টু ঢাকায় জাতীয় পার্টির প্রভাবশালী নেতাদের একজন ছিলেন। দলের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন। একটা সময় মোহাম্মদপুর এলাকায় তার ব্যাপক প্রভাব ছিল। তবে পরবর্তী সময়ে জাতীয় পার্টিতে বিভাজন দেখা দিলে তিনি রওশন এরশাদের ভাগে যোগ দেন। পরে সেখান থেকেও পদত্যাগ করে অনেকটা নিষ্ক্রিয় হয়ে যান। এনএইচ/ |