জমিয়তের প্রার্থীদের প্রচার-প্রচারণা জোরদারের আহ্বান
প্রকাশ: ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:১১ সকাল
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, বর্ষীয়ান আলেমে দীন মাওলানা আবদুর রব ইউসুফী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নিজ নিজ নির্বাচনি এলাকায় প্রচার-প্রচারণা আরও জোরদার ও গতিশীল করতে হবে। জমিয়ত একটি আদর্শভিত্তিক ও দীর্ঘ ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক সংগঠন। আমাদের লক্ষ্য কেবল নির্বাচন নয়, বরং কোরআন-সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে দলীয় প্রার্থীদেরকে এলাকার জনগণের দুঃখ-কষ্ট, দাবি-দাওয়া ও উন্নয়নের চাহিদা তুলে ধরে মানুষের আস্থা অর্জন করতে হবে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর পল্টনে জমিয়ত কার্যালয়ে আগামী ১৮ নভেম্বর পাকিস্তান জমিয়তের সভাপতি মাওলানা ফজলুর রহমানের আগমন উপলক্ষে সুধী সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউসুফী বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করতে হবে, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ প্রচারে অগ্রাধিকার দিতে হবে, এবং দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। তৃণমূল নেতাকর্মীদেরকে নিয়ে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনকে জমিয়তের দাওয়াতি প্ল্যাটফর্মে রূপ দিতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, মাওলানা বেনিয়ামিন প্রমূখ।

এনএইচ/