মাদারীপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:০৫ সকাল
নিউজ ডেস্ক

 

মাদারীপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর-৩ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হকের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালায় ভোটের নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।  

মাদারীপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মাওলানা আব্দুর রহমান সেরনিয়াবাত আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।

এনএইচ/