
|
সিলেটে ১৭ নভেম্বরের আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন সফল করার আহ্বান
প্রকাশ:
০৮ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
লন্ডনের মারকাজুল উলূম মিলনায়তনে শুক্রবার (৭ নভেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল নেতৃবৃন্দের একটি জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ। পরিচালনায় ছিলেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ। আলোচনায় অংশ নেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও অন্যান্য নেতৃবৃন্দ। সভা থেকে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, মজলুম মানবতার বিপ্লবী কন্ঠস্বর জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর হযরত মাওলানা ফজলুর রহমান সাহেবের বাংলাদেশ সফর কে স্বাগত জানানো হয়। সভায় মুফতি আবদুল মুনতাকিম ও তাঁর প্রতিষ্ঠিত উচ্চতর গবেষণামূলক দ্বিনী শিক্ষাগার জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর উদ্যোগে আয়োজিত ও আগামী ১৭ নভেম্বর সোমবার সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনকে সফল করে তোলার জন্য সিলেট তথা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন কায়িদে মিল্লাত, ইমামে সিয়াসাত ও আমিরে জমিয়ত হযরত মাওলানা ফজলুর রহমান। সভায় বক্তারা বলেন, মাওলানা ফজলুর রহমান বিশ্বের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও মুসলিম উম্মাহর এক অমূল্য সম্পদ। এতএব তাঁর সিলেট শুভাগমনকে স্বাগত জানিয়ে সকলের উচিত তাঁর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনকে আশাতীত সফল করে তোলা। বিশ্বের গুরুত্বপূর্ণ সবক'টি দেশের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি দানের এই ঐতিহাসিক মুহূর্তে বিশ্ব মুসলিমের আগামীর রোডম্যাপ সম্পর্কে ব্যাপক গণজাগরণ সৃষ্টির গুরুত্ব অপরিসীম, একই সাথে শান্তিচুক্তির নতুন প্রেক্ষাপটে আমাদের করণীয় সম্পর্কে সজাগ দৃষ্টিভঙ্গি তৈরি সময়ের দাবি এবং আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন যেহেতু এসব উদ্দেশ্য সাধনে ঐতিহাসিক ভূমিকা পালনে মাইলফলক হিসেবে কাজ করবে। সভায় অন্যান্যের মধ্যে আরো আলোচনায় অংশ নেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উপদেষ্টা আলহাজ্ব খালিস মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সেক্রেটারি হাফিজ জিয়া উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের তাফসীরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মোশতাক,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ এবং মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলাম প্রমুখ৷ পরিশেষে জমিয়তের প্রবিন নেতা মরহুম মাওলানা আব্দুল আজিজ সিদ্দীকী এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ। এনএইচ/ |