টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কৃত ২০ মুসল্লি
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৫, ১১:৫১ দুপুর
নিউজ ডেস্ক

বরগুনার পাথরঘাটা উপজেলায় টানা ৪১ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ২০ মুসল্লি। স্থানীয় যুবসমাজের উদ্যোগে তাদের এই পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের আগে উপজেলার নাচনাপাড়া ৩নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি জামে মসজিদে এই পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম যুবসমাজকে নামাজের প্রতি উৎসাহিত করতে হাওলাদার বাড়ি জামে মসজিদের পক্ষ থেকে নিয়মিত নামাজ আদায়কারীদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজে অংশগ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদের মোবাইল ফোনের আসক্তি কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়। এর অংশ হিসেবে স্থানীয় যুবসমাজের উদ্যোগে টানা ৪১ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ২০ জন মুসল্লিকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

এ বিষয়ে নাচনাপাড়া ইউনিয়ন ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম বলেন, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজে মুসল্লিদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এজন্য শুরুতে সাত দিনের জন্য পুরস্কার ঘোষণা করা হয়। পরে উপস্থিতি ও আগ্রহ বাড়তে থাকায় টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়কারীদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এনএইচ/