অপেক্ষা করুন, আগামী নির্বাচনের ফল হবে ডাকসু-জাকসুর মতো: জামায়াত আমির
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
নিউজ ডেস্ক

চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী ছাত্রনেতাদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনের ফলাফল হবে ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর নির্বাচনের মতোই। তরুণরাই ককপিটে বসে দেশ পরিচালনা করবে, আমরা শুধু পেছন থেকে শক্তি জোগাব।”

‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’—এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান তরুণ ছাত্রনেতাদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের নেতৃত্বেই অভ্যুত্থান হয়েছে, আগামী নতুন বাংলাদেশ গড়ে উঠবে তরুণদের হাত ধরে।” তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশের চিত্র দেখতে চাইলে বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালেই যথেষ্ট। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলই ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিচ্ছবি।”

তিনি তরুণ প্রজন্মকে সততা, জ্ঞানচর্চা ও গবেষণার মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। সভাপতিত্ব করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, রফিকুল ইসলাম খান, চাকসুর সাবেক ভিপি জসিম উদ্দিন সরকার, ডাকসু ভিপি সাদিক কায়েম, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাকসুর এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা এবং রাকসুর নির্বাহী সদস্য সুজন চন্দ্র।

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে আমন্ত্রণ জানানো হলেও ছাত্রদলের কোনো নেতা উপস্থিত হননি।

এনএইচ/