শরীয়তপুরে বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের নির্বাচনি জনসভা
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর
নিউজ ডেস্ক

শরীয়তপুর-১ (শরীয়তপুর সদর–জাজিরা) আসনের কাথুরিয়া এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে স্থানীয় পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকাবাসীর উদ্যোগে রিকশা প্রতীকের পক্ষে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও শরীয়তপুর-১ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদ।

জনসভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা, যুব সমাজ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাওলানা জালালুদ্দীন আহমদ তার বক্তব্যে বলেন, ‘আমি কাথুরিয়ার মুরুব্বিগণ ও যুব সমাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই গ্রামের জনসভায় জনগণের যে অভূতপূর্ব উপস্থিতি দেখেছি, তা আমাকে অভিভূত করেছে এবং নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে রিকশা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে, আমি ইনশাআল্লাহ আপনাদের অধিকার আদায়ের জন্য জাতীয় সংসদে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। ইসলামী মূল্যবোধ ও জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং রিকশা প্রতীকের বিজয়ের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

এনএইচ/