পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করলেন জোহরান মামদানি
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৫, ০৯:০৯ সকাল
নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে। গতকাল শুক্রবার, সান হুয়ানের একটি মসজিদ পরিদর্শন করেন তিনি।

এ সময় উচ্ছ্বাসের সাথে তাকে অভ্যর্থনা জানান মুসল্লিরা। খুতবা শেষে জনসাধারণের সাথে নামাজ আদায় করেন নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র। এরপর মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা যায় তাকে।

মেয়র নির্বাচনে জয়ের মাত্র দুই দিন পরই, এক বার্ষিক সম্মেলনে যোগ দিতে পুয়ের্তো রিকো পাড়ি জমান ৩৪ বছর বয়সী এই নেতা। প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিবিদরা অংশ নেন এই সামিটে। যোগ দেন বিভিন্ন বৈঠক ও কর্মশালায়।

এনএইচ/