তোফাজ্জল হোসাইন মিয়াজীকে দেখতে হাসপাতালে ইবনে শাইখুল হাদিস
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৫, ০৮:২৭ সকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন দলের আমির এবং ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে আমিরে মজলিস ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে যান দলের অসুস্থ নেতাকে দেখতে।

মাওলানা মামুনুল হক হাসপাতাল কেবিনে বেশ কিছু সময় অবস্থান করেন এবং ব্যক্তিগতভাবে চিকিৎসার সর্বশেষ আপডেট নেন।

তিনি মহান আল্লাহর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসীকেও তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী হৃদরোগজনিত সমস্যায় বৃহস্পতিবার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। হার্টে ব্লক ধরা পড়ায় সফলভাবে রিং পরানো হয়েছে।

শুক্রবার তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। এসময় তার সাথে ছিলেন বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী তার দ্রুত আরোগ্যের জন্য সংগঠনের সকল নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

এনএইচ/