মাওলানা গাজী আতাউর রহমানের শয্যাপাশে শায়খে চরমোনাই
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৫, ০৮:০৫ সকাল
নিউজ ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানকে দেখতে হাসপাতালে যান দলের সিনিয়র নায়েবে আমির এবং শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এ সময় তিনি গাজী আতাউর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার রোগমুক্তির জন্য দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

মাওলানা গাজী আতাউর রহমান বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুগপৎ আন্দোলনের কর্মসূচি চলাকালে হার্ট অ্যাটাকের শিকার হন। পরে তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং এনজিওগ্রাম করে হার্টে রিং পরানো হয়েছে।

বর্তমানে তিনি সুস্থ আছেন এবং দ্রুততার সাথে সেরে উঠছেন।

বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতাকর্মী যারা উদ্বিগ্ন হয়েছেন, দোয়া করেছেন তাদের সকলে প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে এবং মাওলানা গাজী আতাউর রহমানের জন্য অব্যহত দোয়া কামনা করা হয়েছে।

এনএইচ/