সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওঃ ইউনুছ আহমদ
প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও খুলনা ৪ (রূপসা দিঘলিয়া তেরখাদা) আসনের হাতপাখা প্রতীক এর  সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এ ছাড়া অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়।অতএব জুলাই জাতীয় সনদের আইনি  ভিত্তি নিশ্চিত  করেই পি আর পদ্বতিতে নির্বাচন  দিতে হবে
 
 শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩ টায় দিঘলিয়া এম এম পুর শামছুল উলুম মাদ্রাসা ময়দানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ  রুপসা  তেরখাদা এবং দিঘলিয়াউপজেলার যৌথ উদ্দ্যোগে আয়োজিত নবাগত সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
 তিনি অবহেলিত রুপসা দিঘলিয়া তেরখাদা বাসীর উন্নয়নে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে
 হাতপাখা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। 
 
মুফতি  মোহাঃ  ফজলুল হক ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নবাগত সমাবেশে বিশেষ অতিথির বক্তবে  জেলা ইসলামী আন্দোলনের  সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান বলেন বারবার ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোন উন্নতি হয়নি, তাই ইসলাম দেশ ও মানবতার কল্যাণ ইসলামকেই  রাষ্ট্রক্ষমতা আনতে হবে। 
 
সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মুফতী ফজলুল হক ফাহাদ বলেন নির্বাচনের আগে নব্য ফ্যাসিস্টরা আমাদের মাঠ পর্যায়ের নেতা কর্মীদের হুমকি ধামকি দেওয়া শুরু করেছে এটা প্রমান করে তারা  জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবার হাতপাখার বিজয় হবে ইনশাল্লাহ।
 
সমাবেশে আরও বক্তব্য রাখেন   মাওলানা হারুন অর রশীদ, শেখ  মুহিবুল্লাহ মাওলানা আসাদুল্লাহ হামিদী যুবনেতা হাঃ বেলাল হুসাইন  সাইফুল্লাহ খালিদ নাজমুল উপজেলা আন্দোলন নেতা শেখ মোঃ ইউসুফ আলী।
 
মুফতী ফয়জুল্লাহ মোঃ রফিকুল ইসলাম এস্কেন্দার হাঃ মোঃ মহাসিন, হাঃ জিয়াউর রহমান উপজেলা যুবনেতা  মাওলানা আনিসুর রহমান, মুফতী মোঃ সাজ্জাদ হুসাইন হাফেজ হুসাইন  মুহাম্মদ নাজমুস সাকিব, মোহাম্মাদ সাদুল্লাহ আব্দুল মান্নান  প্রমুখ নেতৃবৃন্দ।
 
এলএইস/