
|
ইসলামের বাংলাদেশ গড়তে প্রয়োজন আরেকটি গণবিপ্লব: ইবনে শাইখুল হাদিস
প্রকাশ:
০৭ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) বলেছেন, আমরা সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সবই দেখেছি, এখন দেখার বাকি ইসলামের বাংলাদেশ। সুতরাং ইসলামের বাংলাদেশ গড়তে, কোরআনের বাংলাদেশ গড়তে আরও একটি গণবিপ্লব ও গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে। কাফনের কাপড় মাথায় নিয়ে শহীদী চেতনায় এগিয়ে আসতে হবে। আগামী বিশ্ব হবে ইসলামের বিশ্ব। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে খুলনা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা মামুনুল হক বলেন, ইসলামের জন্য ত্যাগ ও কুরবানির মানসিকতা থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। মহানবীর (সা.) ইসলামের তথা মক্কা বিজয় যেমন হিজরত, জিহাদ আর হুদাইবিয়ার সন্ধির মধ্যদিয়ে অর্জন হয়েছিল বাংলাদেশের ইতিহাসেও ৪৭ ও ৭১ এর স্বাধীনতার পর যখন ফ্যাসিবাদ জাতির ঘাড়ে চেপে বসেছিল তখন ২০১৩ সালে শাপলা চত্বরে রক্ত ঝরার মধ্যদিয়ে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল। যার পরিসমাপ্তি হয়েছিল ২০২৪ সালে। ইবনে শাইখুল হাদিস বলেন, আমাদের যতই ট্যাগ দেওয়া হোক, যতই আন্তর্জাতিক চাপ দেওয়া হোক মহানবীর (স.) আদর্শ আর সাহাবিদের নমুনা থেকে আমরা মোটেও পেছাব না। শান্তিপূর্ণ উপায়ে নিরাপদ পরিবেশে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়াই এখন আমাদের মূল কাজ। শায়খুল হাদিস (রহ.) স্মৃতি পাঠাগার আয়োজিত এ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দারুল উলুম খুলনার মুহতামিম ও শায়খুল হাদিস (রহ.) পাঠাগারের উপদেষ্টা মাওলানা মুশতাক আহমদ। মাহফিলে সভাপতিত্ব করেন স্মৃতি পাঠাগারের উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান। এমএম/ |