
|
মৌলভীবাজারে খেলাফত মজলিসের জেলা শাখার উপদেষ্টা পরিষদের বৈঠক
প্রকাশ:
০৭ নভেম্বর, ২০২৫, ০৮:৩১ সকাল
নিউজ ডেস্ক |
খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাদ জোহর জেলা মজলিস মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমান এতে সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল ইসলাম। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন মহাসচিব, ভাষা সৈনিক ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনাল ইনচার্জ অধ্যক্ষ মওলানা শামসুজ্জামান চৌধুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মধ্যপ্রাচ্য-আফ্রিকা জোন পরিচালক ও মৌলভীবাজার সদর রাজনগর সংসদীয় ৩ আসনের এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সালমান হোসাইন, মৌলভীবাজার শহর শাখার সভাপতি ফখরুল ইসলাম ফয়সল। এ সময় জেলা শাখার উপদেষ্টাবৃন্দ সংগঠনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার জন্য সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। এমএম/ |