পোপ লিও’র সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক
প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত
নিউজ ডেস্ক

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও’র সাথে বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজার বেসামরিক জনগণকে মানবিক সাহায্যের পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে দ্বিরাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে তারা আলোচনা করেছেন।

বৃহস্পতিবার ( ৬ নভেম্বর ) ভ্যাটিকানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চললেও গত কয়েক সপ্তাহে ইসরায়েল বহুবার তা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। পাশাপাশি এখনও গাজায় খাদ্য, পানীয় জল এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ অপ্রতুল।

এই পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের ‘অসামরিক জনগণের সাহায্য সংক্রান্ত জরুরি প্রয়োজন’ নিয়ে আলোচনা করেছেন বলে ভ্যাটিকানের তরফ থেকে জানানো হয়েছে। আব্বাসকে সহায়তার আশ্বাস দিয়েছেন পোপ লিও। পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে ‘দ্বিরাষ্ট্র ব্যবস্থা’ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় এসেছে বলে প্যালেস্টাইন সরকার সূত্রে জানা গেছে।

এমএম/