
|
নির্বাচনকে সামনে রেখে হানাহানি বন্ধ করুন: বাংলাদেশ খেলাফত আন্দোলন
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৫, ০৯:০৫ রাত
নিউজ ডেস্ক |
বাংলাদেশ খেলাফত আন্দোলন এর কেন্দ্রীয় মজলিশে আমেলার সভা বৃহস্পতিবার ৬ই নভেম্বর বিকেলে সংগঠনের ৫১/১ পুরানা পল্টনাস্থ কেন্দ্রীয় দপ্তরে দলের আমীরে শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন নিয়ে মনোনয়ন বঞ্চিতদের যে মারামারি-হানাহানি শুরু হয়েছে তা দেশ ও জাতির জন্য শুভলক্ষণ নয়। বিশেষ করে চট্টগ্রামে একটি দলের ঘোষিত প্রার্থির গণসংযোগক কেন্দ্র করে মিছিলে গোলাগুলিতে প্রার্থিসহ কতিপয় লোক গুলিবিদ্ধ ও মৃত্যুবরণ করে তা দেশে গোলোযোগ ও হানাহানির লক্ষণ প্রতিয়মাণ হচ্ছে। নির্বাচনের পুর্বে মনোনয়ন নিয়ে এখনিই যদি বিশ্রঙ্খলা সৃষ্ঠি হয় তা হলে নির্বাচন ঘনিয়ে আসলে কি পরিস্থিতি সৃষ্ঠি হবে তা বোধগম্য নয়। এই পরিস্থিতি রোধে সরকারের পক্ষ থেকে জোরপদক্ষেপ না নেয়া হয় হয় তাহলে আসন্ন নির্বাচনের পরিবেশকে দারুণভাবে বিঘ্নিত করবে এবং দেশের গণতন্ত্র চরমভাবে ব্যার্থ হবে। এতে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পূনরুত্থানের পরিবেশ সৃষ্টি হবে। সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয় পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের তলপিবাহকরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনে লিপ্ত হয়েছে। বিভিন্ন দল থেকে মনোনয়নপ্রাপ্ত হচ্ছে এটা দেশের ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই আগষ্ট বিপ্লবীদের জন্য বিলক্ষণ। সভায় আরো বলা হয় ২০২৪ এর হাসিনা সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ কারীরাসহ কিছু সংখক দল এখন গণভোট, পিআরসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছে। এভাবেই ধীরে ধীরে ফ্যাসিস্ট পূর্নবাসনের জন্য ফ্যাসিস্ট-এর দোষররা কর্মসূচী দিতে সুযোগ পাবে। সভায় আরো বলা হয় জুলাই-আগস্ট এর গণবিপ্লবের গণস্বকৃীতি আদায়ে একটি গণভোটের বিকল্প নাই। কিন্তু এই গণভোটে ভরপুর গণ উপস্থিতি নিশ্চিত করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে অনুষ্ঠিত হলে একাধারে যেমন হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ অপচয় রোধ করবে অপরদিকে গণভোটের বিষয়ের উপর তথা জুলাই গণবিপ্লবের স্বকৃতির ব্যাপারে যথাযথ গণরায় প্রতিফলিত হবে। সভায় বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র আমীর আলহাজ্জ মোহাম্মদ আজম খান, নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের কাশেমী, মাওলানা আব্দুল আজিজ, দলের মহাসচিব মাওলানা মুফতি ফখরুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আকন্দ, যুগ্ম-মহাসচিব (প্রচার) আলী মাকসুদ খান মামুন, সহকারী মহাসচিব ডাঃ মুহাম্মদ খালেদ হোসাইন, মাওলানা নিয়ামত উল্লাহ খান জাফরী, মুফতি কামালউদ্দিন আহমেদ কেন্দ্রীয় নেতা মাওলানা দিন মুহাম্মদ ও মাওলানা হাসান আল হাবিব প্রমুখ। এলএইস/ |