
|
প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৫, ০৫:২০ বিকাল
নিউজ ডেস্ক |
লব্ধ প্রতিষ্ঠিত লেখক, সফল অনুবাদক, আয়েশা মসজিদ রামপুরার খতিব ও রাজধানীর জামিয়া কাসেম নানুতবীর মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ইসলাম ও কাদিয়ানি ধর্ম প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রতিষ্ঠান ‘সাবাহ পাবলিকেশন’। ইতিমধ্যে রকমারিসহ দেশের উল্লেখযোগ্য বইয়ের প্লাটফর্ম ও লাইব্রেরিগুলোতে বইটি পাওয়া যাচ্ছে। প্রচলিত কাদিয়ানি ফেতনা নিয়ে গবেষণামূলক এ গ্রন্থটি আলেম, খতিব, ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসলিম সকলের জন্য উপযোগী করে লেখা হয়েছে। ইসলাম ও কাদিয়ানি ধর্মের মৌলিক পার্থক্য ও কাদিয়ানিদের কাফের হওয়ার কারণগুলো সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। লেখক ও মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ কাসেমী বলেন, এ গ্রন্থে ঈমান ও কুফরের পরিচয়, ঈমান ও কুফরের মানদণ্ড কী, কী বিশ্বাস রাখলে ব্যক্তি ঈমানের নুর থেকে বঞ্চিত হয়, ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি সহজ ও সাবলীল ভাষায় ইসলাম ও কাদিয়ানি ধর্মের মৌলিক পার্থক্যগুলো উপস্থাপিত হয়েছে । লেখক আরও বলেন, মৌলিক পার্থক্য বলার ক্ষেত্রে ইসলামের ৩ মৌল উৎস কুরআন, হাদীস ও ইজমা থেকে ৩ টি দলিলসহ বের করার চেষ্টা করেছি। তারপর এর বিপরীতে কাদিয়ানি সম্প্রদায়ের লিখিত মূল কিতাব থেকে কাদিয়ানির দাবির স্বপক্ষে কেবল ৩ টি সূত্র উল্লেখ করা হয়েছে। গ্রন্থটির কলেবর যাতে বড় না হয়ে যায় আবার মৌলিক সব কথাই চলে আসে, সে দিকে লক্ষ রেখে গুরুত্বপূর্ণ কথাগুলোই পেশ করার চেষ্টা করা হয়েছে। লেখক জানান, খতমে নবুওয়ত ও কাদিয়ানি মতবাদ বিষয়ে বিজ্ঞ গবেষক, শ্রদ্ধাভাজন আলেম ও দাঈ মাওলানা আবদুল মজিদ গ্রন্থটি আগাগোড়া সম্পাদনা করেছেন ও প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করেছেন। এবং ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের ‘শায়খুল হিন্দ মজলিসে তাহাফ্ফুযে খতমে নবুওয়াতের’ সহকারী নাযেম মাওলানা শাহ আলম গৌরকপুরি এ পাণ্ডুলিপি ও বিষয়বস্তু দেখে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং দুআ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশে আবদ্ধ করেছেন। বড় আনন্দ ও সৌভাগ্যের বিষয় হল, বাংলাদেশের দু’জন প্রাজ্ঞ আলেমও বইয়ের শুরুতে বাণী ও ভূমিকা লিখেছেন। আমি সকলের কৃতজ্ঞতা আদায় করছি। বইটি পাঠকের হাতে পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন রুচিশীল প্রকাশনী সাবাহ পাবলিকেশন। এমএম/ |