নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৫, ১১:৫২ দুপুর
নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) এই সাক্ষাৎকালে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রসহ গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।  

হাইকমিশনার প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের কার্যক্রম সম্পর্কে প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রবাসীদের কল্যাণে কাজ করতে সব সময় হাইকমিশন পাশে থাকবে।’
সাক্ষাৎ শেষে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাইকমিশনারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে তাঁর জন্য দোয়া করেন। 

উক্ত সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম, জয়েন্ট  সেক্রেটারি হাফেজ বশির ইবনে জাফর, সাংগঠনিক সম্পাদক আর.এম রুবেল আহমেদ, ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসেন, কুয়ালালামপুর শাখার সহ-সভাপতি মো: আনিসুর রহমান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আহবায়ক তৌফিকুর রহমান মাহফুজ, সদস্য সচিব ওমর ফারুক সৈকত, সদস্য আবির দেওয়ান, কিফায়াতুল্লাহ বিন সাইফ, মোস্তাফিজুর রহমান  প্রমুখ।

এমএম/