ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:০৮ বিকাল
নিউজ ডেস্ক

ঢাকায় অবস্থানরত কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার আলেমদের সংগঠন ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়।  

মঙ্গলবার (৫ নভেম্বর) বাজিতপুরের মাজাহিরুল উলুম (ভাগলপুর রেলওয়ে স্টেশন) মাদরাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন শেখ জনুরুদ্দিন দারুল কোরআন (চৌধুরী পাড়া) মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশিদ আলম কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব। 

রাজধানী ঢাকায় কর্মরত বাজিতপুর নিকলীর আলেম-উলামা ছাড়াও স্থানীয় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন-শাইখুল হাদিস আল্লামা আব্দুল আহাদ, হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুরুল আমিন আজিজি, কাজী মাওলানা এনামুল হক, মাওলানা বোরহান উদ্দিন হাকিমী, মাওলানা দেলাওয়ার হোসাইন নূরী, মাওলানা হাবিবুর রহমান মাদানী, মাওলানা ফজলুল বারী, 

মাওলানা শামসুজ্জামান পরশ, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা খলিল আহমদ, মাওলানা ফজলুল হক দৌলতপুরী, মাওলানা আনোয়ার হোসাইন। 
এছাড়াও বাজিতপুর নিকলীর নবীন প্রবীণ বহুসংখ্যক আলেম-উলামার সমাগম ঘটে এই মতবিনিময় সভায়। 

হাফেজ মাওলানা আবু নাঈমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভার আলোচনার শুরু হয়। 
মাওলানা আব্দুল আহাদ ঢাকাস্থ বাজিতপুর নিকলীর আলেম-উলামাদের এই পরিষদকে একটি যুগোপযোগী উদ্যোগ বলে অবহিত করেন। 

হাফেজ মাওলানা আব্দুস সাত্তার পরিষদের প্রথম লক্ষ্য উদ্দেশ্য তথা সাবাহি মক্তবের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন, এই পরিষদ মনে হচ্ছে আকাবির এবং আসলাফের পথ পন্থা অবলম্বনে অংশীদারিত্ব রাখতে পারে। তিনি বৃহত্তর ময়মনসিংহের তানজিমুল মাদারিসিল আরাবিয়ার তানজিম সাবাহি মক্তবের বিষয়টি উপস্থাপন করেন।

স্থানীয় সব আলোচকই পরিষদের কর্মনীতির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং সাধ্য মোতাবেক সহযোগিতা করবেন বলে উৎসাহিত করেন। 

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়। সভা শেষে মেহমানদের আপ্যায়ন করা হয়। 

মতবিনিময় সভায় গৃহীত কর্মসূচি-
১। আসন্ন কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
২। স্ব স্ব অবস্থান থেকে মক্তবগুলোর তদারকি করা হবে। ছাত্রছাত্রীদের ব্যাপক উপস্থিতির ব্যাপারে চেষ্টা অব্যাহত রাখবে।

এমএম/