সুষ্ঠ নির্বাচনের জন্য সেনাবাহিনী বদ্ধপরিকর
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৫, ০৩:৫১ দুপুর
নিউজ ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সেনাবাহিনী বদ্ধপরিকর। আজ বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান তিনি এ কথা বলেন।

সেনাবাহিনীর ওপর অর্পিত দায়িত্ব পালন করা হবে জানিয়ে মো. মাইনুর রহমান বলেন, আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠ আমরা সে প্রস্তুতি নিচ্ছি। সেনাবাহিনী নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবে।

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, সাইবারে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সেগুলো আমাদের নজরে রয়েছে। যারা প্রপাগান্ডা চালাচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, সেনাবাহিনী আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ রয়েছে। ভাতৃত্ববোধ বেড়েছে।

মো. মাইনুর রহমান বলেন, জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক; যাতে ভোট শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে পারে। নির্বাচনি দায়িত্বে ৯০ থেকে ১ লাখ ২০ হাজার সেনা নিয়োগ থাকবে।

এলএইস/