খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ১৮ দোকান
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৫, ০৩:৪১ দুপুর
নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৮টি দোকান। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২৮টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন মুহূর্তেই আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। পরে খাগড়াছড়ি সদর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকের হোসেন জানান, বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। একইসঙ্গে মহালছড়িতে কোন ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। 

মহালছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, ১৮টি দোকান আগুনে পুড়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ২৮টি দোকান।

খাগড়াছড়ি জেলাপ্রশাসনের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮টি দোকানদারকে জনপ্রতি ৭ হাজার ৫০০ টাকা ও ৩০ কেজি চাউল প্রদান করা হয়েছে।

এলএইস/