
|
আফগানিস্তান প্রথমবারের মতো রাশিয়ায় আপেল রপ্তানি শুরু করেছে
প্রকাশ:
০৫ নভেম্বর, ২০২৫, ১২:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
ইমারাতে ইসলামিয়ার অধীনে আফগানিস্তান প্রথমবারের মতো রাশিয়ায় আপেল রপ্তানি শুরু করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) কান্দাহার প্রদেশের কৃষি, সেচ ও পশুপালন বিভাগ এই তথ্য হুররিয়াত রেডিও -কে জানায়। বিভাগের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ হানিফ হাকমাল বলেন, মঙ্গলবার থেকে কান্দাহার থেকে প্রথমবারের মতো রাশিয়ায় আপেল রপ্তানি শুরু হয়েছে। প্রথম চালানে ৫০ টন আপেল পাঠানো হবে, যার মূল্য প্রায় ১ লাখ মার্কিন ডলার। তিনি আরও জানান, এ বছর মোট প্রায় ১,০০০ টন আপেল রাশিয়ায় রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। সূত্র: হুররিয়াত এনএইচ/ |