
|
সকালে গোসল করার উপকারিতা
প্রকাশ:
০৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর
নিউজ ডেস্ক |
মানুষ যুগে যুগে গোসলের সময় নির্ধারণ করেছে নানা সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে। কোথাও সকালে গোসলকে প্রার্থনার আগে আত্মশুদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়, আবার কোথাও সন্ধ্যার গোসল সামাজিক রীতি হিসেবে প্রচলিত। বর্তমানে অনেকেই ঘুমের মান বাড়াতে রাতে গোসলকে অগ্রাধিকার দেন। তবে দিনের শুরুতে কুসুম গরম পানিতে একবার গোসল শরীর ও মন উভয়ের জন্যই উপকারী। চলুন জেনে নেওয়া যাক সকালে গোসল করার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা। ত্বক পরিষ্কার ও সতেজ রাখে সতেজতা ও উদ্যম বৃদ্ধি করে রক্ত সঞ্চালন উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিক চাপ ও উদ্বেগ কমায় মনোযোগ ও সৃজনশীলতা বৃদ্ধি করে পেশীকে শিথিল করে টাইম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, “একটি উষ্ণ গোসল শরীরে উষ্ণতার সংকেত পাঠায়, ফলে কোর থেকে ত্বকে উষ্ণ রক্ত প্রবাহিত হয়। এতে অতিরিক্ত তাপ শরীর থেকে বেরিয়ে যায়, ঠান্ডা ও আরাম অনুভূত হয় এবং শরীর তার স্বাভাবিক সার্কাডিয়ান ছন্দের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারে।” এনএইচ/ |