কুমিল্লার ধনপুর জমিয়তের ওয়ার্ড কার্যালয় উদ্বোধন
প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান-এর তত্ত্বাবধানে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ওয়ার্ড জমিয়তের কার্যালয় উদ্বোধন করেছেন কুমিল্লা মহানগর  জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী । এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শাহজালাল ভূইয়া, মাওলানা আবুল কাসেম, মাওলানা জাকির হুসাইন, মাওলানা মুশাররফ, মাওলানা আনিস, মাওলানা আনওয়ার, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মারুফুর রহমান প্রমুখ।

২ নভেম্বর ২০২৫ রবিবার রাত ৮টা। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ১ নং ধনপুর ওয়ার্ডে কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মোতাহের হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ওয়ার্ডভিত্তিক কার্যালয় প্রতিষ্ঠা জমিয়তের তৃণমূল কাঠামোকে আরও শক্তিশালী করবে।  ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থীদেরকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয় যুক্ত করে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ করে দেওয়া এবং ইসলামী মূল্যবোধ রক্ষার্থে ইসলামের সঠিক বার্তাগুলো অনুসরণের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

এলএইস/