
| 	
        
			
							
			
			  মিসরে ১ হাজার ৩০ জন হাফেজকে সংবর্ধনা  
			
			
	
			
										প্রকাশ:
										০৪ নভেম্বর, ২০২৫,  ০৮:৫৩ সকাল
					 
			
			
			
			এম. মোশাররফ হোসাইন  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মিসরের এক অনন্য আয়োজনে ১ হাজার ৩০ জন কোরআনের হাফেজকে সম্মান জানানো হয়েছে।দেশটির গিজা প্রদেশের আস-সাফ শহরে কেন্দ্রীয় ইসলামিক কমপ্লেক্সে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে হাফেজদের জন্য তৈরি করা হয় একটি ‘মর্যাদার করিডর। যেখানে দাঁড়িয়ে শত শত মানুষ তাদের করতালি ও দোয়ার মাধ্যমে বরণ করে নেন। উৎসবমুখর এ আয়োজন ঘিরে পুরো এলাকা ভরে ওঠে ধর্মীয় আবেগ ও উৎসবের আমেজে। হাজারো শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় কোরআনি ভালোবাসা ও গর্বের মহামিলনে। গিজার আল-গামাজা আল-কুবরা গ্রামে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আলেম ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। এতে হাফেজদের বুকে জড়িয়ে ধরে অভিভাবকেরা অশ্রুসিক্ত চোখে নিজেদের অনুভূতি ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মায়েরা মাথায় বিশেষ ধরনের মুকুট পরেন, যেখানে লেখা ছিল “الألفية الأولى” বা ‘প্রথম হাজার হাফেজ’। যা এই ঐতিহাসিক সংখ্যাকে স্মরণীয় করে রাখে। স্থানীয়রা বলেন, এই আয়োজনে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে সামাজিক সম্মানের বন্ধন মিলেমিশে একাকার হয়েছে। এমন আয়োজনশুধু কোরআন হাফেজদের সম্মান নয় বরং পুরো সমাজের জন্য প্রেরণার ইতিহাস হয়ে থাকবে। এমএম/  |