নামাজে দাঁড়ালেন বাবা, কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে
প্রকাশ: ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:৪৪ সকাল
নিউজ ডেস্ক

পাবনায় নামাজরত অবস্থায় নিজাম প্রামাণিক নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা প্রামাণিককে আটক করেছে পুলিশ।

‎রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সদরের চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গীতে এ ঘটনা ঘটে। ‎নিহত নিজাম প্রামাণিক (৬০) একজন কৃষক। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিকও বাবার সঙ্গে কৃষি কাজ করতেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিজাম বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যার পর বাসায় ফেরেন। খাওয়া-দাওয়া শেষে এশার নামাজ আদায় করছিলেন। এমন সময় দরজা বন্ধ করে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তার ছোট ছেলে মোস্তফা। এরপর তিনি সেই ঘর থেকে বের হয়ে পাশের রুম গিয়ে দরজা বন্ধ করে বসে থাকেন।

বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘরে গিয়ে দেখে মরদেহ পরে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ও অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। আটকের সময় অভিযুক্তের ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

‎‎নিহতের সেজো ছেলে মিজানুর রহমান বলেন, আমার বাবাকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে৷ আমরা খাওয়া-দাওয়া শেষে রুমে শুয়ে আছি, এমন সময় রুম আটকে কুপিয়ে হত্যা করে। এর আগেও সে আমাকে মেহগনি ডাল দিয়ে মারাত্মক আহত করেছিল। আজকেও আমাকে হত্যা করতে গামছার মধ্যে অস্ত্র নিয়ে মাঠে খোঁজাখুঁজি করছিল। অন্যরা বিষয়টি বুঝতে পেরে আমাকে সতর্ক করে।

তিনি আরও বলেন, সে মাদকের জন্য প্রায়ই বাবা ও আমাদের থেকে টাকা চাইত। না দিলেই বাড়িতে ভাঙচুর চালাত। তাকে ফাঁসি দেওয়া হোক।

‎পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এনএইচ/