
|
সুদানে গণহত্যা নিয়ে যে প্রশ্ন তুললেন শায়খ আহমাদুল্লাহ
প্রকাশ:
০২ নভেম্বর, ২০২৫, ০৯:২৬ সকাল
নিউজ ডেস্ক |
আফ্রিকার দেশ সুদানে চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, তিনি আরও উল্লেখ করেন, “২০২৩ সালে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ মারা গেছেন। সন্ত্রাসীদের ভয়ে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।” শায়খ আহমাদুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন, “এত ভয়াবহ মানবিক বিপর্যয় সত্ত্বেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আফ্রিকায় শান্তিরক্ষা মিশনের কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে—তারা কি সত্যিই শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে, নাকি নিজেদের স্বার্থ রক্ষাতেই ব্যস্ত?” তিনি আরও প্রশ্ন তোলেন, “শান্তিরক্ষা মিশনের নামের মর্যাদা রক্ষার্থেও কি তারা সুদানের সহিংসতা থামাতে কোনো কার্যকর উদ্যোগ নেবে না? এই হত্যাযজ্ঞ যদি কোনো উন্নত দেশে ঘটত, তবে কি বিশ্বজুড়ে এতটাই নীরবতা থাকত? গরিব এবং মুসলমান বলেই কি সুদানের মানুষের প্রাণের কোনো মূল্য নেই তথাকথিত সভ্য সমাজের কাছে?” এনএইচ/ |