৫০০ ইমাম-খতিব ও মাদরাসা শিক্ষক পেলেন তারেক রহমানের উপহার
প্রকাশ: ০২ নভেম্বর, ২০২৫, ০৮:৩৩ সকাল
নিউজ ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫০০ মসজিদের ইমাম, খতিব ও মাদরাসা শিক্ষকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নামাজের উপহার বিতরণ করা হয়েছে।

এ উপহার প্রদান করেছেন জেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

শনিবার (১ নভেম্বর) সকালে বসুরহাটের মেট্রো টাওয়ারে মেট্রো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, ইমামরা সমাজের নেতা, আর শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার দিয়ে সম্মান জানানো হলো।

তিনি আরও বলেন, এ সম্মানিত ব্যক্তিরা কোনো নির্দিষ্ট দলের সদস্য নন। তবে তারা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিগত সময়ে তারা মন খুলে কথা বলতে পারেননি। এখন তারা যাতে সমাজের জন্য সঠিকভাবে কাজ করতে পারেন, সেই কামনা করি।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়। প্রত্যেক উপহারের প্যাকেটে ছিল জায়নামাজ, লুঙ্গি ও পাঞ্জাবির কাপড়।

বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদের হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, সদস্য একরামুল হক মিলন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাহার, সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়াহা, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাশেম, উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা আইয়ুব আলী, বামনী আছিরিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্বাস আলী, মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

এলএইস/