
|
জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিবে
প্রকাশ:
০১ নভেম্বর, ২০২৫, ০৫:৩৩ বিকাল
নিউজ ডেস্ক |
জাতীয় নির্বাচনের আগে গণভোট জনআকাঙ্ক্ষার অন্যতম দাবীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় ভোটের কোন মানে হয় না। এটা দেওয়া না দেওয়ার সমান। এর কোন প্রয়োজনীয়তা নেই বলেই সচেতন মহল মনে করেন। যদি আগে জুলাই সনদের স্বীকৃতি না হয় তাহলে এই ভোটের কোন মূল্য থাকে না এবং গণঅভ্যুত্থানও মূল্যহীন হয়ে যায়। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে মানতে পারলে গণভোট আগে হবে এটা মানতে অসুবিধা কোথায়? তাহলে বোঝা যায় গণ ভোট নিয়ে দূরভিসন্ধি আছে। সাধারণ মানুষ এবার ইসলামের পক্ষে আছে বলে জানান দেন ভোটাররা। ভোটারদের বক্তব্য হলো আমরা ৫৪ বছরে বিভিন্ন দল ও ব্যক্তির শাসন দেখেছি। এবার আমরা ইসলামের শাসন দেখতে ইসলামী দলগুলোকেই ভোট দিবো। মানুষ সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ ও রাষ্ট্র দেখতে চাই। সম্মানিত অভিভাবকগণ তাদের সন্তানদেরকে মাদকমুক্ত পরিবেশে বড় করতে চান। এজন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই। এলএইস/ |