
|
সংস্কারের নামে একটা সরকারি নাটক মঞ্চস্থ হয়েছে
প্রকাশ:
০১ নভেম্বর, ২০২৫, ০৮:১৪ সকাল
নিউজ ডেস্ক |
মাওলানা আব্দুর রব ইউসুফী দীর্ঘ আলোচনা ও বৈঠকে কিছু মতদ্বৈধতাসহ একটা সংস্কারলিপি তৈরি হয়। সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত বিষয়ের পক্ষে বিপক্ষে মতামত দেয়ার সুযোগ রাখা হয়। যে সকল বিষয়ে কোনো দল একমত না হবে সেখানে ‘নোট অব ডিসেন্ট’ এর কলাম রাখা হয়। এভাবেই লিপিটি তৈরি হয় এবং রাজনৈতিক দলসমূহের স্বাক্ষর নেওয়া হয়। কিন্তু স্বাক্ষরের পরে যে কপিটি সরকারের অনুমোদনের জন্য সংস্কার কমিশন তৈরি করে তাতে ‘নোট অব ডিসেন্ট’ রাখা হয়নি। এর অর্থ হলো সংস্কার কমিশন শুরুতেই যা চেয়েছিল তা-ই বলবৎ হয়েছে। তাহলে এই দীর্ঘ সময়ের কাজটিকে সরকারের সাজানো একটা নাটক ব্যতীত আর কী বলা যেতে পারে। সরকার পরিবর্তনের পর বর্তমান সরকার এবং সংস্কার কমিশনের বিরুদ্ধে এই নাটকতার জন্য নৈতিক ও অর্থনৈতিক মামলা করতে হবে এবং দায়মুক্তি দেওয়া যাবে না। পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারও এভাবেই জাতির সঙ্গে মসকারা করত। তাহলে উভয় সরকারের মধ্যে তফাতটা আর কী থাকল। এই সংস্কারলিপি সরকারের অনুমোদনের আর কী আছে। এটা কীভাবে অনুমোদিত হবে না হবে, অধ্যাদেশের মাধ্যমে নাকি গণভোটে হবে, আগে হবে না পরে হবে তাতে কিছু যায় আসে না। এনএইচ/ |