ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:১৭ রাত
নিউজ ডেস্ক

দীর্ঘদিন অবরুদ্ধ থাকা গাজায় দেখা দিয়েছে তীব্র ব্যাংকিং সংকট। নগদ অর্থের সঙ্কটে ব্যাংকগুলো কার্যত ‘ক্যাশলেস’ হয়ে পড়েছে, ফলে গ্রাহকরা দীর্ঘদিন ধরেই কোনো অর্থ তুলতে পারছেন না। এতে খাদ্য, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাসহ মৌলিক চাহিদা মেটাতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, যুদ্ধ ও অবরোধের কারণে ব্যাংকগুলোতে নতুন করে কোনো নগদ অর্থ প্রবেশ করছে না। ফলে এটিএম বুথ বন্ধ হয়ে আছে, ব্যাংকের কাউন্টারও অকার্যকর হয়ে পড়েছে। অনেকে ব্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও হতাশ হয়ে ফিরে আসছেন।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, নগদ সরবরাহ স্বাভাবিক না হলে লেনদেন চালু করা সম্ভব নয়। অন্যদিকে নাগরিকরা বলছেন, নগদ অর্থ ছাড়াই চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে—বাজারে ডিজিটাল পেমেন্টও অনেকটা অকার্যকর হয়ে আছে।

মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়ে বলেছে, এই আর্থিক স্থবিরতা গাজায় মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলতে পারে। জরুরি সহায়তা ছাড়া গাজাবাসীর জীবনযাপন অনিশ্চিত হয়ে উঠছে দিন দিন।

এমএম/