
|
বাধ্যতামূলক সেনা নিয়োগ পরিকল্পনার প্রতিবাদে ২ লাখ ইহুদির বিক্ষোভ
প্রকাশ:
৩১ অক্টোবর, ২০২৫, ০৪:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
বাধ্যতামূলক সেনা নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছে দেশটির কট্টর রক্ষণশীল (আল্ট্রা অর্থোডক্স) ইহুদিরা। বৃহস্পতিবার প্রায় দুই লাখ হারেদি ইহুদি শহরের প্রধান প্রবেশপথ অবরোধ করে এই বিক্ষোভে অংশ নেয়। এছাড়া বিক্ষোভকারীরা ঐতিহ্যবাহী কালো পোশাক ও টুপি পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে এ মিছিলে অংশ নেয়। এ সময় তারা গান গেয়ে আর হাতে তালি দিয়ে স্লোগানে স্লোগানে বলেন, তারা জেলে যাবে তবুও সেনাবাহিনীতে যোগ দেবে না। ধর্মগ্রন্থ তাওরাত অধ্যয়ন করাই তাদের প্রধান কাজ। বিক্ষোভে বিভিন্ন প্রতিবাদ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। তাতে লেখা ছিল, ‘তোরা-র (ধর্মগ্রন্থ) পক্ষে জনগণ’ ও ‘ইয়েশিভা (ধর্মীয় প্রতিষ্ঠান) বন্ধ মানে ইহুদিবাদের মৃত্যু’। বিক্ষোভের সময় কিছু স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়া হয়। এতে শহরের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। |