
|  এক মাসে ওমরাহ পালনের সর্বোচ্চ রেকর্ড মুসল্লিদের  
										প্রকাশ:
										৩১ অক্টোবর, ২০২৫,  ০৯:৪৮ সকাল
					 নিউজ ডেস্ক | 
| _original_1761882490.jpg)  
 হিজরি মাস রবিউস সানিতে সৌদি আরবে রেকর্ডসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করেছেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নতুন পরিসংখ্যান অনুযায়ী, এক মাসেই ১ কোটি ১৭ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি ওমরাহ সম্পন্ন করেছেন, যা এখন পর্যন্ত অন্যতম সর্বোচ্চ রেকর্ড। প্রতিবেদনে দেখা গেছে, এই বিপুলসংখ্যক মুসল্লিতের সথ্যে ১ কোটি ৫ লাখের বেশি এসেছেন সৌদি আরবের বাইরে থেকে। কর্মকর্তারা বলছেন, ডিজিটাল সেবা ও সমন্বিত লজিস্টিক ব্যবস্থার আধুনিকায়নের ফলে ওমরাহ যাত্রা এখন আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে। এই বৃদ্ধি সৌদি আরবের ভিশন ২০৩০–এর অংশ, যার লক্ষ্য হজ, ওমরাহ ও দর্শনার্থীদের জন্য সেবার মান উন্নত করা এবং বিশ্বের মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানোকে আরও সহজ করা। হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সাধারণ কর্তৃপক্ষ যৌথভাবে প্রতিশ্রুতি দিয়েছে, তারা যাত্রার প্রতিটি ধাপে সেবার মান উন্নত করতে কাজ চালিয়ে যাবে। পাশাপাশি নতুন ডিজিটাল ও অপারেশনাল সিস্টেম চালু করে ওমরাহ পালনকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ ও নির্বিঘ্ন করতে তারা নিরলসভাবে কাজ করছে। এই ভিশন মধ্যে মুসল্লিদের তাদের ভ্রমণের পরিকল্পনা করার মুহূর্ত থেকে তাদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। সূত্র: গালফ নিউজ এনএইচ/ |