খেলাফত মজলিস রামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদকের ইন্তেকাল .
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:১৫ সকাল
নিউজ ডেস্ক

খেলাফত মজলিস লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক লিয়াকত আলী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। তিনি খেলাফত মজলিসের সর্বোচ্চ স্তরের জনশক্তি 'সদস্য' হিসেবে শপথ নিয়েছিলেন।

গতকাল (৩০ অক্টোবর) বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় শরিক ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জোন পরিচালক হাফেজ আবু সালমান, কুমিল্লা জোন পরিচালক বোরহান উদ্দিন সিদ্দিকী, লক্ষ্মীপুর জেলা সভাপতি গোলাম মোস্তফাসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। রামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমএম/