
|
চকলেটের লোভে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ: পলাতক প্রধান শিক্ষক
প্রকাশ:
৩০ অক্টোবর, ২০২৫, ০১:০১ দুপুর
নিউজ ডেস্ক |
জামালপুরের ইসলামপুরে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার গুঠাইল বাজার এলাকায় এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকায় বাবুর বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে মেয়েটিকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত শিক্ষকের নাম মো. শামীম উল বাশার (৪০)। তিনি বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এ ঘটনায় বুধবার ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বই ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নেন শিক্ষক শামীম। পরে তাকে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরে শিশুটি প্রথমে মাকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা অন্যদের সহযোগিতায় ওইদিন রাতেই থানায় গিয়ে মামলা করেন। ঘটনার পর থেকে শিক্ষক পলাতক। ইসলামপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, “বই ও চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ভিকটিমের বাবা মামলা করেছেন। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।” তিনি আরও জানান, অভিযুক্ত শামীমের বিরুদ্ধে আরও এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে। এনএইচ/ |